আজ ঢাকা আসছেন আইসিআরসি’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় পরিচালক

আইসিআরসিরোহিঙ্গা পরিস্থিতি দেখতে আজ রবিবার পাঁচদিনের সফরে ঢাকা আসছেন ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পরিচালক বরিস মিশেল।

আইসিআরসি শনিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ সফরকালে তিনি রোহিঙ্গাদের প্রয়োজনীয় মানবিক সাহায্য দেওয়াসহ এ সমস্যা সমাধানের উপায় বের করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএসএস) এর সঙ্গে বৈঠক করবেন।

এছাড়াও কক্সবাজারের বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের সেবা দেওয়া আইসিআরসি ও বিডিআরসিএসের কার্যক্রম পরিদর্শন করবেন বরিস।

গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর থেকেই ৬ লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই সংকট নিরসনে এটি তার প্রথম সফর।

বাংলাদেশ সফরের আগে বরিস এক বিবৃতিতে বলেন, ‘আমরা সবকিছু পর্যবেক্ষণ করে দেখেছি এখনও প্রতিদিন রোহিঙ্গারা স্রোতের মতো বাংলাদেশে আসছেই।’ খবর বাসস।