ঢামেকে অতিরিক্ত এক্সরে ফিল্ম কেনার ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

 



সংসদীয় কমিটির বৈঠক

ঢাকা মেডিক্যাল কলেজে প্রয়োজনের অতিরিক্ত এক্সরে ফিল্ম ক্রয় এবং মেয়াদোত্তীর্ণ হওয়ায় এক কোটি ২৩ লাখ ১৯ হাজার ৪০০ টাকা অপচয়ের ঘটনা তদন্ত করে ৩০ দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলেছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এই ঘটনা তদন্তে যুগ্ম সচিবের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে।




মঙ্গলবার (২১ নভেম্বর) সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও সেবা বিভাগের- স্বাস্থ্য অধিদফতর ও মেডিক্যাল কলেজগুলোর ১১টি অডিট আপত্তির বিষয়ে আলোচনা হয়। কমিটি মেডিক্যাল কলেজগুলোর বিভিন্ন প্রকল্পের অব্যবহৃত অর্থ ১৫ কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করে। সরকারি মেডিক্যাল কলেজগুলোতে ইউজার ফি থেকে আদায় করা অর্থ চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের কপি মহাহিসাব নিরীক্ষকের মাধ্যমে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আ ফ ম রুহুল হক, এ কে এম মাঈদুল ইসলাম, মো. রুস্তম আলী ফরাজী, পঞ্চানন বিশ্বাস, মো. মোসলেম উদ্দিন, মইন উদ্দিন খান বাদল ও ওয়াশিকা আয়েশা খান অংশ নেন।

আরও পড়ুন: 

মহাসড়কের দুর্ভোগ থেকে রেহাই পেতে ধৈর্য ধরতে হবে: সেতুমন্ত্রী