অগ্রণী ব্যাংকে লুটপাটের ঘটনা খতিয়ে দেখবে সংসদীয় উপ-কমিটি

সংসদীয় কমিটির বৈঠকঅগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া প্রতিবেদন আরও পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সংসদ ভবনে বৈঠকে এটি গঠন করে জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটি। আগামী এক মাসের মধ্যে সুপারিশ প্রদান করতে বলা হয়েছে কমিটিকে।
কমিটিতে আছেন আহ্বায়ক ইউসুফ আবদুল্লাহ হারুন এবং দুই সদস্য শেখ ফজলে নূর তাপস ও ওয়াসিকা আয়শা খান। অগ্রণী ব্যাংকের ঋণ অনিয়মের বিষয়ে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন তারা। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের ডিসেম্বরে অগ্রণী ব্যাংকের ওপর একটি প্রতিবেদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়— ব্যাংকটির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন ব্যবস্থাপনা এবং করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় দুর্বলতা ছিল। মানবসম্পদ ব্যবস্থাপনায় ঘাটতির পাশাপাশি দুর্বলতা দেখা গেছে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিতেও। আবার গ্রাহক ও ব্যাংকারের মধ্যে যোগসাজশে ভুয়া বা অতিমূল্যায়িত জামানতের বিপরীতে দেওয়া হয়েছে ঋণ। এসব কারণে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে।
জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে বুধবারের বৈঠকে আরও ছিলেন কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক, আখম জাহাঙ্গীর হোসাইন, এবি তাজুল ইসলাম, ইউসুফ আবদুল্লাহ হারুন, শাহানারা বেগম, এটিএম আব্দুল ওয়াহহাব ও ওয়াসিকা আয়শা খান।