২৫ নভেম্বরের আনন্দ শোভাযাত্রায় আদালতের কর্মচারীদের অংশগ্রহণের নির্দেশ

 

আইন মন্ত্রণালয়বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় সারাদেশে ২৫ নভেম্বর আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে সরকার। এতে  সারাদেশের আদালতসমূহে কর্মরত সব কর্মচারীকে অংশ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) তৈয়বুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়াল্ড রেজিস্ট্রার’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রমাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায় সারা দেশে এ কর্মসূচি পালন করা হবে। এতে সারা দেশের আদালতসমূহে কর্মরত সব কর্মচারীকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।