ঘরে বসে মানুষ খুন হচ্ছে: সংসদে বিরোধী দলীয় নেতা

সংসদে রওশন এরশাদ (ফাইল ফটো)মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘ঘরে বসে মানুষ খুন হচ্ছে, নিখোঁজ হচ্ছে। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের।’ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সংসদের ১৮তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন।
রওশন এরশাদ বলেন, ‘মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় করা হচ্ছে। এগুলো বানানো কথা নয়, খবরের কাগজে আছে। অনিরুদ্ধ নিখোঁজ হলো। নিখোঁজ হয়ে কোথায় গেল, কে নিয়ে গেল? আমরা জানতে পারিনি। ঘরে বসে মানুষ খুন হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকারের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার। সেটা কিভাবে করা যায়, তা নিয়ে ভাবতে হবে।’
বিরোধী দলীয় নেতা আরও বলেন, ‘ঢাকাকে তিলোত্তমা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু ঢাকা এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। কার্তিক মাসে যে বৃষ্টি হলো, তাতে সারাদেশের তলিয়ে যাওয়ার অবস্থা। সারাদেশেই জলাবদ্ধতা। ৫৪টা খাল ছিল ওয়াসার আওতায়, এখন ৮-১০টিরও অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। খালগুলো নেই। ৩০ বছর আগে আমরা ছিলাম। দায় কিন্তু ইমেডিয়েট পাস্ট সরকারের।’
রওশন এরশাদ আরও বলেন, ‘সারাদেশে প্রতিটি নদী-খাল নষ্ট হয়ে গেছে। প্রতিটি শহরে সমস্যা। সরকারকেই এগুলোর সমাধানে উদ্যোগ নিতে হবে। কারা দখল করছে, খাল ভরাট করছে? প্রভাবশালীরা। কারা প্রভাবশালী, বুঝে নেন। দেশটাকে বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে। বর্জ্য দিয়ে সব নদী ভরে গেছে। সব নদীর পানি দূষিত। নদী থেকে অপরিকল্পিতভাবে বালু আর পাথর তোলা হচ্ছে। এতে ভূমিধস হবে। অনেক বেশি ক্ষতি হয়ে যাবে।’
রোহিঙ্গা সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে সমস্যা আছে। শুনলাম সমাধান হচ্ছে। হলে কী হবে, মিয়ানমার বলতে পারে বাংলাদেশের বাসিন্দা আমরা নেবো না। এগুলো নিয়ে ভাবতে হবে।’
সংসদ সদস্যদের প্লট দেওয়ার দাবি তুলে বিরোধী দলীয় নেতা বলেন, ‘নতুন এমপি যারা হয়েছেন, তারা প্লটের আবদার করেন। তাদের প্লট দেওয়া গেলে তাদের মনটা ভালো হয়ে যাবে।’