রোহিঙ্গা নিধন গণহত্যার প্রামাণ্য উদাহরণ

রোহিঙ্গা সংকটমিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের যেভাবে হত্যা করা হয়েছে তা গণহত্যার প্রামাণ্য উদাহরণ। রোহিঙ্গা নিধনের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন শেষে এক রেজ্যুলেশনে একথা বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যায়ের সিনেট ভবনে বুধবার (২৯ নভেম্বর) রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্স ইউনিট-রামরু এ সম্মেলনের আয়োজন করে। এতে দেশ-বিদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলন পরবর্তী রেজ্যুলেশনে বলা হয়, ‘রোহিঙ্গাদের পিতৃপুরুষের ভূমি, যেখানে তারা যুগের পর যুগ বাস করছে, সেটিকে মিয়ানমার সেনাবাহিনী, রাজনৈতিক ও ধর্মীয় শক্তি নিয়মতান্ত্রিকভাবে ধ্বংস করছে।’

এতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বের প্রতি আহ্বান জানাই, তারা যেন এই গণহত্যা বন্ধ করে রোহিঙ্গাদের রক্ষা করে। আমরা এর (গণহত্যা) সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।’

রেজ্যুলেশনে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, গণহত্যা কোনও দ্বিপক্ষীয় বিষয় নয়। মিয়ানমারের ওপর অবরোধ আরোপে বিশ্বের প্রতি আহ্বান জানাই, যেন এই গণহত্যা বন্ধ হয় এবং রোহিঙ্গারা নাগরিকত্ব পায়।’