জিয়া চার নম্বর মীরজাফর: তথ্যমন্ত্রী

কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ফাইল ছবিতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যুদ্ধাপরাধী, রাজাকার ও সাম্প্রাদয়িকতার বিষবৃক্ষ বিএনপিতে রোপন করে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে চার নম্বর মীরজাফর হিসেবে নিজের নাম লিখিয়েছেন।’

কুষ্টিয়ার মিরপুর মুক্ত দিবস উপলক্ষে শুক্রবার আয়োজিত আলোচনা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সেনাবাহিনী মোতায়েনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে সেনাবাহিনী থাকা না থাকা এটা কমিশনের ব্যাপার।’

তিনি বলেন, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে সেনাবাহিনী থাকার পরও বিএনপি অভিযোগ তুলেছে। খালেদা জিয়া যেসব নির্বাচনে পরাজিত হয়েছেন তার ফলই মানেননি। কার্যত নির্বাচন বানচাল করার পাঁয়তারা ছাড়া আর কিছুই না।

ইনু বলেন, ‘খালেদা জিয়ার চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে নির্বাচনে খুনিদের রক্ষা করা যায়। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে খুনিদের হাত থেকে বাংলাদেশের রাজনীতি, সংসদ, গণতন্ত্র এবং ক্ষমতাকে দূরে রাখা যায়’। খবর বাসস।