বিএনপিকে বর্জন করুন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ফাইল ছবি)

বিএনপিকে জঙ্গি আস্তানা বলে মন্তব্য করে একে বর্জনের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘বিএনপিই একাত্তর-পঁচাত্তর-একুশ আগস্টের খুনি এবং এ দলটি জঙ্গি ও আগুন-সন্ত্রাসীদের আস্তানা। একে বর্জন করুন।’

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মওলানা ভাসানীর ১৩৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) আয়োজিত ‘বিজয় দিবসের ভাবনা’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যে জঙ্গি ও আগুন-সন্ত্রাসীদের আস্তানা, এটা এ দলের নেতারা ভুল প্রমাণ করতে পারবে না। এটা আমার খোলা চ্যালেঞ্জ। জামায়াত-জঙ্গি-রাজাকাররা যদি খারাপ হয়, তবে তাদের মদদদাতা ও সঙ্গীরাও ভালো নয়।’

মওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, ‘ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাতেই সাম্প্রদায়িকতা ও জঙ্গি-সন্ত্রাসের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার কোনও মিটমাট নয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে-বিদেশে খালেদা জিয়ার দুর্নীতির সন্ধান চলছে। কিন্তু তার আগে খালেদা জিয়ার কাছে জানতে চাই, জরিমানা দিয়ে কালো টাকা সাদা করলেন কেন, পুত্র তারেক রহমানের পাচার করা বিশ কোটি টাকাইবা ফেরত এলো কিভাবে! শুধু নির্লজ্জ সাফাই গাইলেই হবে না, প্রায়শ্চিত্ত করতে হবে।’

বিএনএফের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় অংশ নেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. হুমায়ূন কবির।