মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক

এবিএম মহিউদ্দিন চৌধুরীচট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো শোক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রগণ্য ভূমিকা রাখেন। তিনি বহুবার কারা বরণ করেছেন ও নির্যাতন সহ্য করেছেন। কিন্তু কখনও মাথা নত করেননি। চট্টগ্রামের মানুষের উন্নয়ন ও কল্যাণে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। গণমানুষের অন্তরে এই বর্ষীয়ান জননেতা চিরদিন বেঁচে থাকবেন।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় স্পিকার বলেন, ‘এবিএম মহিউদ্দিন চৌধুরী আজীবন গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী একজন ত্যাগী নেতা। তার মৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অপূরণীয় ক্ষতি।’

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজও এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন- এবিএম মহিউদ্দিন চৌধুরী আর নেই