যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনামহান বিজয় দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে ফুল ও উপহার হিসেবে মিষ্টি, ফলমূল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার শেরেবাংলা নগরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর, সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাতে প্রধানমন্ত্রী এসব উপহার তুলে দেন।
এর আগে, বিজয় দিবস ২০১৭ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে গণভবনে তিনি এসব অবমুক্ত করেন।

আরও পড়ুন: বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিটি অবমুক্ত