কল্যাণপুরে জঙ্গি হামলা: তদন্ত প্রতিবেদন দাখিল ৩১ জানুয়ারি

তাজ মঞ্জিলরাজধানীর কল্যাণপুরের জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩১ জানুয়ারি জমা দিতে নতুন দিন ধার্য করেছেন আদালত। রবিবার সকালে ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালত নতুন এ দিন ধার্য করেন।  আদালতের ভারপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বানু বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

জানা গেছে, এ মামলায় আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন এ দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়িতে রাতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ৯ জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ওই ঘটনায় দায়ের করা মামলা এজাহার ঢাকা সিএমএম আদালতে পৌঁছালে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এই মামলায় রাকিবুল হাসান রিগ্যান ওরফে শামীম নামে এক আসামি আটক রয়েছে।

আরও পড়ুন:
যেমন থাকে নির্বাচনি বছরগুলোর অর্থনীতি