সিএনজি অটোরিকশা ধর্মঘট স্থগিত

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর ডাকা সিএনজি অটোরিকশা ধর্মঘট স্থগিত করা হয়েছে। রবিবার ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিএনজি অটোরিকশা (ফাইল ছবি)বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত নভেম্বর পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে শ্রমিকদের ৮ দফা দাবি পেশ করা হয়। দাবি আদায়ে ধর্মঘটসহ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। এজন্য চলতি মাসের ২৭ ও ২৮ তারিখে ঢাকা ও চট্টগ্রাম জেলায় ৪৮ ঘণ্টার সিএনজি অটোরিকশা ধর্মঘট আহ্বান করে। চালকদের ৮ দফা দাবিকে কেন্দ্র করে আহুত ধর্মঘট বিষয়ে নিষ্পত্তি করার জন্য রবিবার সকালে বিআরটিএর সঙ্গে শ্রমিক নেতাদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে আরও বলা হয়, ওই সভায় বিআরটিএর পক্ষ থেকে উপস্থিত কর্মকর্তা ও ঐক্য পরিষদের প্রতিনিধিরা শ্রমিকদের ৮ দফা দাবি ও ৪৮ ঘণ্টার ধর্মঘট নিয়ে আলোচনা হয়। সভায় বিআরটিএ কর্তৃপক্ষ ও শ্রমিক নেতারা দ্রুত পূর্ণাঙ্গ বৈঠক করে দাবিসমূহ পূরণে কার্যকর পদক্ষেপ নেবেন বলে সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের ভিত্তিতে ঐক্য পরিষদ আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর আহুত ৪৮ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে।

এর আগে, গত ১৫ নভেম্বর অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা উবার ও পাঠাও বন্ধসহ মোট আট দফা দাবিতে ঢাকায় আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েছিল ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদ।