ঢাকায় প্রতিবন্ধীদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন আগামী বছর

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াআগামী বছরের মে মাসে ঢাকায় ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ বিষয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রতিবন্ধীদের নিয়ে বাংলাদেশের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন অ্যাডভোকেসি গ্রুপ অন ডিজ-অ্যাবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট-এর প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন পুতুল।
বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘‘ডিজ-অ্যাবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট’ বিষয়ে গঠিত জাতীয় টাস্কফোর্সের দ্বিতীয় সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২০১৮ সালের মে মাসে ঢাকায় ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন।’’
ত্রাণমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে ঢাকায় প্রথমবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রথম সম্মেলনে আটটি বিষয়ে ‘ঢাকা ঘোষণা’ দেওয়া হয়েছিল। এসব বিষয়ে বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’’
বৈঠকে প্রতিবন্ধীদের সার্বিক তত্ত্বাবধান এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে সায়মা হোসেন পুতুল বলেন, ‘প্রতিবন্ধীদেরকে সমাজের মূলস্রোতের বাইরে রাখা যাবে না। তাদের জীবনমান উন্নয়নের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।’
আট দফা ‘ঢাকা ঘোষণা’র বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষণা বাস্তবায়নের জন্য সরকার একটি টাস্কফোর্স গঠন করেছে।

টাস্কফোর্সের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২১ ডিসেম্বর। একবছরেরও বেশি সময় পর মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হলো।

বৈঠকের পর সাংবাদিকদের জানানো হয়, অনেক ক্ষেত্রেই নীতিমালা ছিল না, সেগুলো করা হয়েছে। বিভিন্ন কমিটিতে প্রতিনিধি দেওয়া হয়েছে।এছাড়া, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনর্ভুক্ত করা হয়েছে।