উৎসবের বই, বইয়ের উৎসব

সকাল থেকেই সাজ সাজ রব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ও আজিমপুর সরকারি আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। উপলক্ষ বই উৎসব। ঢাবি খেলার মাঠে আয়োজন করা হয়েছিল প্রাথমিক ও প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উৎসব। আর মাধ্যমিকের শিক্ষার্থীদের বই উৎসবের আয়োজন করা হয় আজিমপুরে। নতুন বই নেওয়ার জন্য অধীর আগ্রহে শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে। নতুন বই হাতে পেয়েই কেউ কেউ দৌড় দিয়েছে,আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে। নতুন বই হাতে পেয়েই উঁচু করে ধরে উপস্থিত অতিথিদেরকে দেখায়। ছবিতে শিশুদের বই উৎসবের ছবি।

বই হাতে পেয়েই এক শিশু এভাবে দৌড় দেয়

বই হাতে পেয়েই শিশুরা এভাবে দৌড় দেয়

নতুন বই হাতে পেয়ে উঁচু করে ধরেছে এক শিক্ষার্থী

লাল-সবুজে সেজে শিশুরা এসেছিল বই নিতে

26241778_1412628578846497_273562285_n

26542974_10212981850479316_1092423618_o

26542971_10212981849079281_178516543_o

26235172_1412628608846494_900630997_n

26197479_1412628655513156_90542723_n

26176979_1412628675513154_1401981206_n

26238124_10212981848559268_1942038658_o

ছবি: নাসিরুল ইসলাম।

আরও পড়ুন:

নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিশুরা

 

‘ শুধু বিনামূল্যে বিস্কুট খেতে এখন আর শিশুরা স্কুলে যায় না’