প্রধান বিচারপতির পদ শূন্য থাকা কেন অসাংবিধানিক নয় তা জানতে রিট

হাইকোর্টপ্রধান বিচারপতির পদ শূন্য থাকার পরও এই পদে নিয়োগ না দেওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।

পরে তিনি জানান, ১৯৭২ সালের পর সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে দেশের আইনজীবীদের মধ্য থেকে আপিল বিভাগের বা প্রধান বিচারপতির নিয়োগ দেওয়া হয়নি। এছাড়াও দীর্ঘদিন ধরে প্রধান বিচারপতির পদ শূন্য রয়েছে। তাই হাইকোর্টে একটি রিট দায়ের করেছি। আগামী রবিবার (৭ জানুয়ারি) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে।