সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কা (ছবি: জিডিএনঅনলাইন)সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি মারা গেছেন। শনিবার (৬ জানুয়ারি) দেশটির ইয়েমেন সীমান্তের কাছে জাজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সময় শনিবার সকাল ৭টার দিকে একটি ট্রাকে করে ২০ জন বাংলাদেশি কর্মস্থলে যাচ্ছিলেন। তখন পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে আট জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে মারা যান আরও দুই জন। তবে নিহতদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।  

রবিবার (৭ জানুয়ারি) সকালে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দীনও বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি লরিতে করে বাংলাদেশিরা কাজে যাচ্ছিলেন। তখন পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল জেদ্দা থেকে সাড়ে ৮০০ কিলোমিটার দূরে এবং ইয়েমেন সীমান্তের কাছে হওয়ায় জায়গাটি বেশ দুর্গম। আমরা আমাদের লোক পাঠিয়েছি। তারা গিয়ে হাসপাতাল ও পুলিশের সঙ্গে দেখা করে সবার নাম পরিচয় জানাবে এবং দুর্ঘটনার কারণ কী তা জেনে এ ব্যাপারে মামলা হবে।’

আরও পড়ুন- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭