রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

সংসদ অধিবেশনজাতীয় সংসদে ‘রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮‘ বিল পাস হয়েছে সোমবার  (১৫ জানুয়ারি)।  ১৯৭৬ সালের ‘রাজশাহী টাউন ডেভেলপমেন্ট অথরিটি অর্ডিন্যান্স’ বাতিল করে নতুন আইন প্রণয়নে এ বিল পাস হয়।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিলটি পাসের প্রস্তাব করলে  তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিল ও সংশোধনী জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো নিষ্পত্তি হয়।
এছাড়া, চট্টগ্রাম ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পুরনো আইন বাতিল করে নতুন আইন প্রণয়নে  ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮’ এবং ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮’ পৃথকভাবে সংসদে উত্থাপন করা হয়েছে।
গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন বিল দুটি উত্থাপন করেন। এরপর তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
১৯৫৯ সালের ‘চিটাগং ডেভেলপমেন্ট অথরিটি অর্ডিন্যান্স’ এবং ১৯৬১ সালের ‘খুলনা ডেভেলপমেন্ট অথরিটি অর্ডিন্যান্স’ বাতিল করে নতুন আইন করতে বিল দুটি তোলা হয়েছে।