রোহিঙ্গা প্রত্যাবাসন: ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ চুক্তি সই

রোহিঙ্গা সংকটদুই বছরের মধ্যে সব রোহিঙ্গা প্রত্যাবাসনের শর্ত রেখে বাংলাদেশ ও মিয়ানমার ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি সই হয়েছে। মিয়ানমারের রাজধানী নেপিদোতে পররাষ্ট্র সচিব পর্যায়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে মঙ্গলবার সকালে এ চুক্তি সই হয়।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। এর আগে সোমবার সারাদিন যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম সভায় ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের ২৫ আগস্ট পর্যন্ত ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আর ২০১৭ সালের  ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে। এছাড়া, আরও  প্রায় তিন লাখ রোহিঙ্গা ২০১৬ সালের অক্টোবরের আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিল।
আরও পড়ুন:
রোহিঙ্গা প্রত্যাবাসন: ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ চুক্তি মঙ্গলবার