নতুন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদসাবেক সচিব মরতুজা আহমদকে প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি অধ্যাপক ড. মো. গোলাম রহমানের স্থলাভিষিক্ত হলেন। তথ্য অধিকার আইন-২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মরতুজা আহমদকে এ পদে নিয়োগ দেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তথ্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৭ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা মরতুজা আহমদকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এর আগে তিনি তথ্য মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত ছিলেন।
রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার কমিশনে যোগ দিয়েছেন। এসময় তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এবং তথ্য কমিশনার অধ্যাপিকা ড. খুরশীদা বেগম সাঈদ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার সবার সহযোগিতায় তথ্য অধিকার আইনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তথ্য কমিশনকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ জানান।
এর আগে, ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম রহমানকে। বাসস।