আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ পর্বটঙ্গীর তুরাগ তীরে রবিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এ বছরের বিশ্ব ইজতেমা।

এর আগে শনিবার (২১ জানুয়ারি) জিকির করে ও বয়ান শোনার মধ্য দিয়ে দিন কাটান লাখ লাখ সমবেত মুসল্লি।

বর্তমানে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকাজুড়ে এক পুণ্যময় পরিবেশ বিরাজ করছে। দুনিয়া ও আখিরাতের শান্তি কামনার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ প্রার্থনা করে বাংলায় মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। এ তথ্য জানিয়েছেন,বিশ্ব ইজতেমার মুরব্বি মো. মাহফুজ।

তিনি বলেন, ‘দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। প্রথম পর্বের মতো দ্বিতীয় ও শেষ পর্বেও বাংলায় সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে এই মোনাজাত।’

উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে দেশি-বিদেশি লাখ লাখ মুসল্লির জমায়েতের মধ্যদিয়ে গত ১২ জানুয়ারি শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এতে ঢাকার একাংশসহ ১৪ জেলার মুসল্লিরা অংশ নেন। গত ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছিল ওই পর্ব। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া ইজতেমার দ্বিতীয় পর্বে অন্য ১৪ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন।