এবারও আখেরি মোনাজাত বাংলায়

আখেরি মোনাজাত, ছবি: ফোকাস বাংলাবিশ্ব ইজতেমায় এবারই প্রথম আখেরি মোনাজাত বাংলায় হচ্ছে। ইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের মোনাজাতও বাংলায় হয়। রবিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু করেন কাকরাইল মসজিদের হাফেজ মাওলানা জোবায়ের। তবে তার আগে হয় হেদায়েতি বয়ান।

শীত উপেক্ষা করে রবিবার লাখো মানুষ বিশ্ব ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন। অনেকে ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে মোনাজাতের জন্য খবরের কাগজ, পাটি, বস্তা ও পলিথিন বিছিয়ে সড়কে অবস্থান নেন।

শুক্রবার ফজরের নামাজের পর থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। আজ  আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের এ আয়োজন।