জানা গেছে, বৈঠকে সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২০ বছর বাড়ানোর প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাকে আরও বাড়িয়ে ২৫ বছর করার পরামর্শ দেন। পরে সর্বসম্মতিক্রমে ২৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে নারী সংসদ সদস্যদের মেয়াদ হবে আগামী ২০৪৪ সাল পর্যন্ত।
প্রসঙ্গত, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২০১৯ সালের ২৪ জানুয়ারি শেষ হবে।
আরও পড়ুন:
নতুন রাষ্ট্রপতির তিন চ্যালেঞ্জ