খালেদা জিয়ার রায় নিয়ে একটি মহল ধূম্রজাল সৃষ্টি করছে: তাপস

ফজলে নুর তাপসজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় নিয়ে একটি মহল ধূম্রজাল সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নুর তাপস।

রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘যে জাতি যত বেশি আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, সে জাতি তত উন্নত। সংবিধান অনুযায়ী, দেশের নাগরিক সবাই এক, সমান সুযোগ-সুবিধা পাবে। সে যেই হোক না কেন। এখানে ধনী-গরিব, সাবেক  প্রধানমন্ত্রী,রাষ্ট্রপতি কাউকে নিয়ে ভেদাভেদ করা যাবে না। আইনের দৃষ্টিতে সবাই সমান।’

তাপস আরও বলেন, দেশে বিশৃঙ্খলা করতে তারা (বিএনপি) অপচেষ্টা করছে। কাগজপত্র অনুযায়ী, এ মামলা পরিষ্কার। আমরা মনে করি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ যারা এ মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন তারা আইন অনুযায়ী আপিল করতে পারবেন। আইনগতভাবে তারা মোকাবিলা করতে পারবেন।  

আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি ২০১৪ সালে দেশে যে অরাজকতা সৃষ্টি করা হয়েছিল, সে রকম কিছু করার চেষ্টা করছে তারা। রায় নিয়ে যারা যড়যন্ত্র করছেন তাদের হুঁশিয়ারি করে দিতে চাই যে,যড়যন্ত্র করবেন না।’

সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম সুজন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।