দেশে ২৫ ধরনের প্রাথমিক বিদ্যালয় রয়েছে: সংসদে গণশিক্ষামন্ত্রী

দেশে বর্তমানে ২৫ ধরনের প্রাথমিক বিদ্যালয় রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য শেখ মো. নূরুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সংসদে গণশিক্ষামন্ত্রী (ফাইল ছবি)মন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয় জরিপ ২০১৭ অনুযায়ী দেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট সংখ্যা এক লাখ ৩৩ হাজার ৯০১টি। এসব স্কুলে পাঁচ লাখ ৫৭ হাজার শিক্ষক কর্মরত আছেন, যার মধ্যে নারী শিক্ষক তিন লাখ ৫১ হাজার ৮৬৩ জন। মন্ত্রীর তথ্য অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষক ৬৩ শতাংশ।

জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান জানান, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় অক্টোবর ২০১৭ পর্যন্ত প্রধান শিক্ষকের শূন্য পদ ২০ হাজার ৮৪৭টি।