বাংলাদেশ ও মিয়ানমারের মন্ত্রী পর্যায়ে বৈঠক আজ

বাংলাদেশ-মিয়ানমার

মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিয়াও শোয়ের সঙ্গে আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বৈঠকে বসছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ বিকাল ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় এ বৈঠক শুরু হবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে পৌঁছেছেন।

এর আগে গত অক্টোবরে মিয়ানমারের রাজধানী নেপিডোতে লেফটেন্যান্ট জেনারেল কিয়াও শোয়ে ও আসাদুজ্জামান খাঁন কামালের মধ্যে বৈঠক হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন, মাদক (ইয়াবা) চোরাচালান ও বিস্তার রোধ এবং সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করা হবে।