বিকালে পাওয়া যাবে খালেদা জিয়ার মামলার রায়ের কপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফায়েড (নকল) কপি আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালের মধ্যেই পাওয়া যাবে। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আখতারুজ্জামানের আদালত এই কপি দেবেন।

আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মোকারম হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আদালত এই রায়ের কপি আজ ৪টার পর খালেদা জিয়ার আইনজীবীদের হাতে দেবেন।’ 

এদিকে, খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেছিলেন, ‘রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার জন্য রবিবার আদালতে আবেদন করেছি। আদালত আমাদের কপি দিতে পারেনি। তবে আজকে কপিগুলো হাতে পাবো, আদালত থেকে সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে। ’

তিনি আরও বলেন,  ‘আজকের মধ্যে রায়ের সার্টিফায়েড কপিগুলো হাতে পেলে আগামীকাল (মঙ্গলবার) উচ্চ আদালতে আপিলসহ জামিনের আবেদন করতে পারবো।’

৬৩২ পৃষ্ঠার রায়ের সার্টিফায়েড কপি পেতে গত ১২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার আইনজীবীরা ৩ হাজার কোর্টফলিও আদালতে দাখিল করেন।