শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিতে আনসারকে প্রধানমন্ত্রীর নির্দেশ

আনসার ও ভিডিপির ৩৮ তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আনসার, ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন আয়োজন করতে চাই। তাই আনসার ও ভিডিপির প্রত্যেক সদস্যকে সবসময় প্রস্তুত থাকতে হবে, যাতে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’  

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আনসার সদস্যদের উদ্দেশ করে তিনি বলেন, ‘এ বিষয়ে শেষ পর্যন্ত আপনাদের মনোযোগ রাখতে হবে। মানুষের মৌলিক অধিকার রক্ষায় সচেষ্ট থাকতে হবে।’

এর আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সম্মেলন উপলক্ষে গাজীপুরের শফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেবামূলক কাজ ও সাহসিকতার জন্য তাদের পদক পরিয়ে দেন তিনি।

এরপর বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আনসার ও ভিডিপি একটি সুশৃঙ্খল বাহিনী। তাই যেকোনও মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় তাদের ভূমিকা রাখতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন,‘আনসার ও ভিডিপি বাহিনীর ওপর সরকার নির্ভর করে। এ বাহিনী তরুণ প্রজন্মকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’  

বিএনপি-জামায়াত জোটের ভাঙচুর ও সহিংসতা রোধে আনসার ও ভিডিপি বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এ বাহিনী সততা, সাহস ও দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করছে।’

সূত্র: বাসস।