পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ৩৯১ কর্মকর্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনপ্রশাসনসহ বিভিন্ন ক্যাডারের ৩৯১ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডার, শিক্ষা ক্যাডার, নিরীক্ষা ও হিসাব ক্যাডার, সমবায় ক্যাডার, আনসার ক্যাডার, ইকোনোমিক ক্যাডার, মৎস্য ক্যাডার, খাদ্য ক্যাডার, তথ্য ক্যাডার, গণপূর্ত ক্যাডার, পরিসংখ্যান ক্যাডার, টেলিযোগাযোগ ক্যাডার, কর ক্যাডার, সড়ক ও জনপথ ক্যাডার, শুল্ক আবগারী ক্যাডার ও বন ক্যাডারের কর্মকর্তারা রয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইনের সই করা ওই আদেশে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখুন এখানে

আরও পড়ুন-
২১ মানে মাথা নত না করা
রোহিঙ্গা প্রত্যাবাসন: সরকার, ইউএনএইচসিআর সমঝোতা স্মারক চূড়ান্ত