দুর্নীতির ধারণা সূচকে গত ১৭ বছরে যেমন ছিল বাংলাদেশ

সিপিআই সূচকে বাংলাদেশের অবস্থান

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অবস্থান এখন ১৭তম। আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৫তম৷ দৃশ্যতই বাংলাদেশে দুর্নীতি কিছুটা কমেছে। শুধু এ বছরই নয়; পূর্ববর্তী বছরের তুলনায় ২০১৬ সালেও দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ একটু এগিয়েছিল। তবে ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সময়ে সিপিআই সূচকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল প্রথম।

বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) সারাবিশ্বে একযোগে দুর্নীতির ধারণা সূচক-২০১৭ প্রকাশ করেছে। বৃহস্পতিবার বাংলাদেশে তা প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)৷ তাদের রিপোর্টে ২০০১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থানের চিত্রও তুলে ধরা হয়।

১৯৯৫ সাল থেকে দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করে আসছে টিআই। ২০০১ সালে প্রথমবারের মতো তালিকাভুক্ত হয় বাংলাদেশ। ২০১৬ সালে টিআই সূচকের তালিকাভুক্ত দেশের সংখ্যা ছিল ১৭৬টি, যা ২০১৭ সালে বেড়ে হয়েছে ১৮০টি।

২০০৬ সালে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৩য়, ২০০৭ সালে ৭ম, ২০০৮ সালে ১০ম, ২০০৯ সালে ১৩তম, ২০১০ সালে ১২তম, ২০১১ সালে ১৩তম, ২০১২ সালে ১৩তম, ২০১৩ সালে ১৬তম, ২০১৪ সালে ১৪তম, ২০১৫ সালে ১৩তম, ২০১৬ সালে ১৫তম ও সর্বশেষ ২০১৭ সালে ১৭তম।

২০১৬ সালে তুলনায় ২০১৭ সালে সামান্য উন্নতি হলেও তা সন্তোষজনক নয় উল্লেখ করে টিআিইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সামান্য অগ্রগতি কোনও অবস্থাতেই সন্তোষজনক নয়। বাংলাদেশের আইনি, প্রাতিষ্ঠানিক ও নীতি কাঠামো তুলনামূলকভাবে সুদৃঢ়তর হয়েছে –এই ধারণা থেকে সূচকে বাংলাদেশের স্কোর দুই বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রয়োগের ঘাটতি, ব্যাংকিং ও অর্থনৈতিক খাতসহ বিভিন্ন খাতে ক্রমবর্ধমান অনৈতিক প্রভাব বিস্তার, অনিয়ম-দুর্নীতি ও বিশৃঙ্খলায় জড়িতদের সহায়তাকারী ও প্রকৃত অপরাধীদের উল্লেখযোগ্য পরিমাণে বিচারের আওতায় আনতে না পারায় আমরা আরও ভালো করতে পারিনি।’