শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা

প্রগতিশীল ছাত্রজোটের পুলিশি বাধা প্রশ্নফাঁস ঠেকাতে ব্যর্থ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ চেয়ে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) প্রগতিশীল ছাত্রজোট শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে। মিছিলটি শিক্ষভবনের সামনে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এসময় তারা সেখানেই বিক্ষোভ সমাবেশ করে।

সচিবালয়ের সামনে সমাবেশে বক্তারা বলেন, ‘প্রশ্নফাঁসে জড়িত শিক্ষক ও ছাত্রদের গ্রেফতার করা হচ্ছে। কিন্তু যারা এ কাজের পেছনে রয়েছে তাদের ধরা হচ্ছে না। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের মুখে। বাংলাদেশের ইতিহাসে কোনও শিক্ষামন্ত্রী আজ পর্যন্ত সফল হয়নি। এবারের এসএসসি পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নফাঁস হয়েছে। এই শিক্ষামন্ত্রীকে ছাত্র সমাজ আর দেখতে চায় না।’

28458671_1747914398563616_1466443121_nতারা আরও বলেন, প্রধানমন্ত্রী একজন দায়িত্বশীল ব্যক্তি হয়েও প্রশ্নফাঁস নিয়ে এমন বক্তব্য দিতে পারেন না। তার এসব বক্তব্য কাণ্ডজ্ঞানহীন। কোনও দায় না নিয়ে তিনি এমন বক্তব্য দিতে পারেন না। শিক্ষামন্ত্রীর উদ্দেশে আমরা বলতে চাই, আপনাকে লজ্জা দেওয়ার জন্য যা কিছু করা লাগে আমরা করবো। আপনাকে পদত্যাগ করতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যার বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন হয় আমরা দাঁড়াবো। আগামী এইচএসসি পরীক্ষায় যদি প্রশ্ন ফাঁসের এই ধারা বজায় থাকে তাহলে আমরা জানি কীভাবে জোর করে পদত্যাগ করাতে হয়।’

এর আগে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে তারা সচিবালয়ের দিকে আসলে পুলিশি বাধার মধ্যে সমাবেশ করে।

মিছিলে রয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক গোলাম মোস্তফা, ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি তুহিন কান্তি দাস, ছাত্রফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ মনিকা।