সব শেষ হয়ে গেছে: ফুলেশ্বরী প্রিয়নন্দিনী

ফেরদৌসী প্রিয়ভাষিণী, ছবি: ফোকাস বাংলামা ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুর পর তার মেয়ে ফুলেশ্বরী প্রিয়নন্দিনী বলেছেন, সব শেষ হয়ে গেছে। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সব শেষ হয়ে গেছে। সারা রাত মা খুব অস্থির ছিলেন। সকালের দিকে আমি মায়ের কাছে ছিলাম। সকাল ৮টার সময় মাকে আামি খাইয়ে এসেছি। হাসপাতালে মায়ের সঙ্গে যে ছেলেটা ছিল সে ১২টার দিকে ফোন করে বলে যে, মাকে আইসিইউতে নিতে হবে। আপনি তাড়াতাড়ি আসুন।’

তিনি আরও বলেন, ‘মায়ের পায়ে রবিবার (৪ মার্চ) একটা অপারেশন হয়েছে। অধ্যাপক আমজাদ হোসেন অপারেশন করেছেন। এরপর মাকে আইসিইউতে নেওয়া হয়। তিনি আইসিইউতে থাকতে চান না। বারবার বলছিলেন, কেবিনে যাবো। এরপর তাকে কেবিনে নেওয়া হয়। মা কারও কাছে কিছু খেতে চাইতেন না। শুধু আমার কাছেই খেতো। সকালের দিকে খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছি। আমি এখনও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আছি। এখনও জানি না মাকে আমরা কোথায় নিবো, কীভাবে কী করবো। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে (৬ মার্চ) মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী (৭০) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনি দুবার এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন:

ফেরদৌসী প্রিয়ভাষিণী আর নেই