চলতি শুষ্ক মৌসুমের মধ্যেই ৯৯ ভাগ রাস্তা চলাচলের উপযোগী হবে: সাঈদ খোকন

 

স্বচ্ছ ঢাকা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন

চলতি শুষ্ক মৌসুমের মধ্যেই ৯৯ ভাগ রাস্তা চলাচলের উপযোগী হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, এখন প্রায় শতভাগ রাস্তায় এলইডি লাইটের আলো জ্বলে। ৮৫ ভাগ রাস্তা চলাচল উপযোগী। চলতি শুষ্ক মৌসুমের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯৯ ভাগ রাস্তা চলাচলের উপযোগী হবে।

বুধবার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ‘স্বচ্ছ ঢাকা’ কর্মসূচি বাস্তবায়নে ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ড পঞ্চায়েত কমিটির প্রধান ও সংশ্লিষ্টদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালাবে ডিএসসিসি। এ অভিযান সফলের লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও নাগরিকের ভাবনায় পরিবর্তন আনতে পঞ্চায়েত প্রধান ও ইমামদের আহ্বান জানিয়েছেন মেয়র বলেন, আমি তিন বছর ধরে বলছি। আরও বললেও হবে না। কিন্তু আপনারা শুধু একবার বলেন, নাগরিকরা অবশ্যই শুনবে। আপনারাই পারেন নাগরিকের ভাবনায় স্বচ্ছতার পরিবর্তন আনতে।

মেয়র বলেন, নিজের ঘরের মতো শহরকেও নিজের ভাবতে হবে। যত্নশীল হতে হবে। তবেই পরিচ্ছন্ন নগর হবে। এখন প্রায় শতভাগ রাস্তায় এলইডির আলো জ্বলে। ৮৫ ভাগ রাস্তা চলাচলের উপযোগী। আমরা চলতি শুষ্ক মৌসুমের আগেই ৯৯ ভাগ রাস্তা চলাচলের উপযোগী হবে।

সভায় পঞ্চায়েত প্রধানরা তাদের কার্যক্রম ভাড়া দোকান কিংবা ভাড়া বাড়িতে পরিচালিত হচ্ছে উল্লেখ করে ডিএসসিসি থেকে সুনির্দিষ্ট জায়গা বরাদ্দ চান তারা। পাশাপাশি স্বচ্ছ ঢাকা কার্যক্রম সফলে নিজেদের প্রচেষ্টা চালানোর কথাও বলেন তারা।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান বর্জ্য কর্মকর্তা শফিকুল ইসলাম ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার সালাহউদ্দিনসহ ওয়ার্ড কাউন্সিলর ও পঞ্চায়েত প্রধানরা উপস্থিত ছিলেন।