বিলকিস ও পিয়াসের স্বজনেরা কোথায়

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত দুই যাত্রীর স্বজনদের খুঁজছে বাংলাদেশ দূতাবাস। নিহত ওই দুই যাত্রী হলেন- বিলকিস আরা ও পিয়াস রায়। শুক্রবার (১৬) মার্চ পর্যন্ত এই দু’জনের পক্ষ থেকে কোনও স্বজন দূতাবাসে যোগাযোগ করেনি।

নিহত বিলকিস আরা ও পিয়াস রায়নেপালে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি আল আলিমুল ইমাম সাংবাদিকদের বলেন, ‘যাত্রীদের একজনের নাম বিলকিস আরা ও অপরজনের নাম পিয়াস রায়। তাদের দু’জনের ব্যাপারে দূতাবাসে কেউ কোনও যোগাযোগ করেননি।’ এসময় তিনি দুই যাত্রীর স্বজনদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।

তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় এই দুই যাত্রীর ছবি সংগ্রহ করেছে দূতাবাস। তাদের পাসপোর্ট নম্বরও সংগ্রহ করা হয়েছে। ইউএস–বাংলার বিধ্বস্ত উড়োজাহাজ থেকে মৃত অবস্থায় উদ্ধার তাদের উদ্ধার করা হয়েছিল।

গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন ওই ফ্লাইটে। এর মধ্যে ৪৯ জন নিহত হয়েছেন।