নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ স্বজনদের দেখানো হবে বিকালে

ড. সোহেল মাহমুদ

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ড. সোহেল মাহমুদ। তিনি বলেন, ‘নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু করেছেন ডাক্তাররা। শনিবার (১৭ মার্চ) বিকাল নাগাদ স্বজনরা লাশ দেখতে পাবেন।'

লাশ শনাক্তকরণের জন্য ক্রস ম্যাচ চলছে (ছবি- রাজীব ধর)

এ ব্যাপারে সহযোগিতা বৃদ্ধির জন্য নেপালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের প্রতিনিধি দল।

বৈঠকের ব্যাপারে ড. সোহেল মাহমুদ জানান, আমরা পরবর্তী কাজগুলো কীভাবে যৌথভাবে করবো তা শেয়ার করাই মিটিংয়ের উদ্দেশ্য ছিল। কারণ ওদের দেশের একটা নিয়ম আছে আর আমাদের দেশের একটা নিয়ম আছে।

এন্টি মোর্টেম ফরম ফিল-আপ করছেন পিয়াস রায়ের বাবা (ছবি- রাজীব ধর)

তিনি বলেন, ‘দুই দেশের নিয়ম-কানুনের মধ্যে আমরা সবাই মিলে বসে একটা সমঝোতায় এসেছি যে, পরবর্তী কাজগুলো আমরা এভাবে এভাবে করবো। এখন আমরা এন্টি মর্টেম, পোস্ট মর্টেম ডাটা কালেকশন শুরু করবো, কাগজপত্র প্রোফাইল করবো, তারপর আমরা আত্মীয়-স্বজনদের ডাকবো, ডেকে তাদের ক্রস ম্যাচিং করবো, তারপর কনফার্ম হয়ে আমরা লাশ হস্তান্তর শুরু করবো।’