২৩ মরদেহ নিয়ে বিমান নামবে শাহজালালের ভিভিআইপি টারমাকে

ইউএস বাংলার বিধ্বস্ত বিমাননেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে ২৩  জনের মরদেহ আজ সোমবার (১৯ মার্চ) দেশে আসছে।

রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনীর একটি বিমানে মরদেহগুলো দেশে আনা হবে। বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টারমাক ১-এ অবতরণ করবে। সেখান থেকে মরদেহগুলো সরাসরি নিয়ে যাওয়া হবে আর্মি স্টেডিয়ামে। এর আগে মরদেহবাহী বিমানটি কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করবে বলে জানানো হয়েছিল।

একই সময়ে নেপালে যাওয়া নিহতদের স্বজনদের দেশে নিয়ে আসবে ইউএস-বাংলার একটি ফ্লাইট। এটি শাহজালালে অবতরণ করবে।

গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হলে ২৬ বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হন। বাংলাদেশিদের মধ্যে ২৩ জনের মরদেহ শনাক্ত করে তা আজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাকি ৩ জনের মরদেহ শনাক্ত করতে ডিএনএ টেস্টের প্রয়োজন হবে। এক্ষেত্রে ১০ থেকে ২১ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। রবিবার (১৮ মার্চ) সন্ধ্যায় কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, ‘বিমান বিধ্বস্তে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে আলিফউজ্জামান, পিয়াস রায় ও মোহাম্মদ নজরুল ইসলামের লাশ এখনও শনাক্ত হয়নি।’

আরও পড়ুন: 

২৩ মরদেহ দেশে আনা হচ্ছে কাল