নিহতদের জানাজার প্রস্তুতি চলছে আর্মি স্টেডিয়ামে

জানাজার প্রস্তুতি চলছে আর্মি স্টেডিয়ামে (ছবি-নাসিরুল ইসলাম)



নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের জানাজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর্মি স্টেডিয়ামে। স্টেডিয়ামের ১ নম্বর গেট বরাবর মাঠে একটি স্টেজ তৈরির কাজ চলছে। এই স্টেজেই নিহতদের মরদেহ রাখা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে স্টেডিয়ামের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্টেজ তৈরির কাজে নিয়োজিত আছেন আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা।

সোমবার (১৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বিকাল ৪টায় আর্মি স্টেডিয়ামে নিহতদের জানাজা অনুষ্ঠিত হবে। 

আর্মি স্টেডিয়ামে মরদেহ রাখার জন্য স্টেজ বানানো হচ্ছে (ছবি-নাসিরুল ইসলাম)

এর আগে আজ সকালে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে ২৩ জনের মরদেহ হস্তান্তর করেছেন নেপাল কর্তৃপক্ষ। সেখানে সকাল ৯টায় জানাজা শেষে কফিনের পাশে কিছুক্ষণ থাকার সুযোগ পান স্বজনরা। এরপর সোয়া ৯টার দিকে বিমানবন্দরে নেওয়ার জন্য গাড়িতে তোলা হয় কফিনগুলো।

উল্লেখ্য, ১২ মার্চ নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৩ জনের মরদেহ শনাক্ত করে দেশে আনা হচ্ছে। বাকি তিন জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। এই তিন জনের ক্ষেত্রে যদি ডিএনএ টেস্ট করাতে হয় তাহলে সময় লাগবে ১০ থেকে ২১ দিন। যাদের লাশ শনাক্ত করা সম্ভব হয়নি তারা হলেন- আলিফউজ্জামান, পিয়াস রায় ও মোহাম্মদ নজরুল ইসলাম।


আরও খবর:

সবাইকে কাঁদিয়ে ওরা দেশে ফিরছে