পুতিনকে অভিনন্দন প্রধানমন্ত্রীর, ঢাকা সফরের আমন্ত্রণ






রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনরাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৯ মার্চ) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় পুতিনের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে— এই আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

রবিবার (১৮ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট নেওয়া হয়েছে। এ নির্বাচনে জয় পাওয়ার মধ্য দিয়ে পুতিন টানা চতুর্থবারের মতো ক্ষমতায় থাকছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আপনার গতিশীল নেতৃত্বে রাশিয়া ফেডারেশনে স্থিতিশীলতা, শান্তি, উন্নতি ও অগ্রগতি বজায় রয়েছে। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সমৃদ্ধশালী হবে।’