বনানী সামরিক কবরস্থানে মিনহাজ ও আঁখিকে দাফন



বিয়ের দিন অাঁখিমনি ও মিনহাজ বিন নাসিরনেপালে বিমান দুর্ঘটনায় নিহত মিনহাজ বিন নাসির এবং আঁখি মনি দম্পতির দাফন সম্পন্ন হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় তাদের বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়। 

















এর আগে এশার নামাজের পর ডিওএইচএস মহাখালী জামে মসজিদে তাদের জানাজা হয়। 
মিনহাজকে সামরিক কবরস্থানের ব্লক ১৪ তে এবং আঁখিকে ব্লক ২০ এ সমাহিত করা হয়। মিনহাজের বড় ভাই মিরাজ বলেন, ‘আমার ভাই এভাবে চলে যাবে কোনোদিনও ভাবিনি। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।’ 
মিরাজ আরও জানান, আগামী শুক্রবার বাদ আসর ডিওএইচএস মসজিদে এ দম্পতির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

সদ্যবিবাহিত আঁখি-মিনহাজ দম্পতি নেপালে যাচ্ছিলেন মধুচন্দ্রিমায়। বিয়ের ১১ দিনের মাথায় হুট করে সিদ্ধান্ত নিলেন মধুচন্দ্রিমায় মালয়েশিয়া নয়, নেপাল যাবেন আঁখি মনি ও মিনহাজ বিন নাসির দম্পতি। তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করেন হিমালয়ের দেশ নেপালের উদ্দেশে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার বিএস ২১১ ফ্লাইটে শুরু হয় তাদের আনন্দযাত্রা। কিন্তু এই যাত্রাই রূপ নিলো তাদের অনন্ত যাত্রায়!