নেপালে বিমান বিধ্বস্তে আহত ৩ জনের অবস্থা সংকটাপন্ন

শাহিন ব্যাপারী, কবির হোসেন ও শাহরিন আহমেদঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নেপালে বিমান বিধ্বস্তে আহত সাতজনের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। এরা হলেন শাহীন ব্যাপারী, কবির হোসেন ও শাহরিন আহমেদ। তবে আহত মেহেদী হোসেন মাসুম, আলিমুন নাহার অ্যানি, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও সৈয়দ রাশেদ রুবাইয়াতের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (২০ মার্চ) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘কবির হোসেন ও শাহরিনের শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাই তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাদের অবস্থা একটু ক্রিটিক্যাল। কবির হোসেনের পা ভাঙা। আর শাহীন ব্যাপারী ডা. লুৎফুল কাদের লেলিনের তত্ত্বাবধানে আছেন। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।’

তিনি বলেন, ‘মেহেদী ও অ্যানিকে বন্ড সই করে স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। তাদের আবারও ফিরে আসার কথা রয়েছে।’

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘কাল (বুধবার) সকালে শাহীন ব্যাপারী ও শেহরিনের সার্জারি করা হবে।’

বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. লুৎফুর কাদের লেনিন সাংবাদিকদের বলেন, ‘সিঙ্গাপুরে ডা. রেজোয়ানের স্কিন ড্রাফটিং হয়েছে। তাকে ২৮ বা ২৯ মার্চ দেশে পাঠানো হতে পারে। এছাড়া আজ (মঙ্গলবার) ভোর রাতে ইমরানা কবির হাসির জ্ঞান ফিরেছে। এ সময় হাসির সামনে তার বাবা ছিলেন। হাসি ভালো আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।