ডিএনসিসি’র সেবা সপ্তাহ শুরু

ডিএনসিসি’র সেবা সপ্তাহের শোভাযাত্রা (ছবি: শাহেদ শফিক)ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সেবা সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার (২০ মার্চ) এই আয়োজন উদ্বোধন করেন সংস্থার প্যানেল মেয়র ওসমান গণি। তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকার গুলশানস্থ নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে ওয়ান্ডারল্যান্ড পার্কে গিয়ে শেষ হয়।

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে এই সেবা সপ্তাহ আয়োজন করেছে ডিএনসিসি। চলবে ২৬ মার্চ পর্যন্ত।

সেবা সপ্তাহের উদ্বোধনকালে প্যানেল মেয়র বলেছেন, ‘বাংলাদেশের এই সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব, দূরদর্শিতা, মেধা ও প্রজ্ঞার ফলে অর্জিত হয়েছে। তিনি ক্ষমতায় থাকলে ভবিষ্যতে বিশ্বের দরবারে আরও মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।’

প্যানেল মেয়র আশ্বাস দিয়েছেন, সেবা সপ্তাহ উপলক্ষে মশক নিধন কর্মসূচি ও বর্জ্য অপসারণ আরও জোরদার করবে ডিএনসিসি। তিনি জানান, কোনও নাগরিকের সেবার প্রয়োজন হলে মশক নিধনের হটলাইনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফোন করা যাবে। তার দাবি, ২৪ ঘণ্টার মধ্যে জনগণের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেবে ডিএনসিসি। হটলাইনটির নম্বর ০১৯৩২৬৬৫৫৪৪।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামসহ ডিএনসিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীরা।