বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু’র সংবাদ সম্মেলন (ছবি- চীনা দূতাবাসের ওয়েবসাইট)বাংলাদেশে সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচন দেখতে চায় চীন। বাংলাদেশের জনগণের পছন্দের প্রতিফলনকেও স্বাগত জানাবে তারা।

বুধবার (২১ মার্চ) নতুন চীনা রাষ্ট্রদূত ঝ্যাং ঝু  ঢাকায় তার দূতাবাসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আশা করি, বাংলাদেশ ও চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক সামনের দিনগুলোতে আরও এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে একটি সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচন দেখতে চায় চীন। বাংলাদেশের জনগণের পছন্দের প্রতিফলনকেও স্বাগত জানাবে তারা।’


রোহিঙ্গা বিষয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রাষ্ট্রদূত ঝ্যাং ঝু বলেন, ‘আমরা বাংলাদেশ ও মিয়ানমার উভয়েরই বন্ধু এবং এখানে আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করবো।’

আগের অবস্থান পুনরায় ব্যক্ত করে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা করছি।’

গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আবারও নির্বাচিত হওয়ায় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে (শি জিনপিংকে) অভিনন্দন জানিয়েছেন বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।

তিনি জানান, এ বছরে ১২তম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, দ্বিতীয় মেরিটাইম ডায়ালগ, মুক্তবাণিজ্য বিষয়ে দুদেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আলোচনাসহ বিভিন্ন অনুষ্ঠান হবে।