নাইজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

শামীম আহসানপেশাদার কূটনীতিক শামীম আহসানকে সরকার নাইজেরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে।
বিসিএস ১১তম ব্যাচে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শামীম আহসান ১৯৯৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসে কনসাল জেনারেল হিসেবে কর্মরত আছেন।
তিনি পেশাগত জীবনে ওয়াশিংটন, রোম, নাইরোবি, দোহা এবং কুয়েতে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বাংলাদেশে ন্যাশনাল ডিফেন্স কলেজে এবং কুয়েত বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা শিক্ষা নিয়ে পড়াশোনা করেন।