কাঁদলেন বিমানমন্ত্রী





বিমানবন্দরে বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামালনেপালে বিমান দুর্ঘটনায় নিহত আলিফুজ্জামান, পিয়াস রায় ও নজরুল ইসলামের মরদেহ নিয়ে বিকাল ৪টা ৪৯ মিনিটে  অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৭২ ফ্লাইট। এর আগে ৪টা ৩০ মিনিটে নিহতদের প্রত্যেক পরিবারের দুইজন সদস্যকে ৮নং গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয়। বিমানটি অবতরণ করার ২০ মিনিট পর লাশবাহী গাড়ি নিয়ে বেরিয়ে আসেন স্বজনেরা। এ সময় তাদের সঙ্গে আসেন বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল। একটি একটি করে লাশবাহী গাড়ির দরজা খুলে কফিনে হাত দিয়ে কেঁদে ফেলেন তিনি।

লাশবাহী গাড়ি চলে যাওয়ার পর নিজেকে সামলে নিয়ে একেএম শাহজাহান কামাল সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি। তিনি সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন। দুর্ঘটনার পর আমি প্রধানমন্ত্রীর নির্দেশে নেপাল গিয়েছিলাম। আমি শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই। এছাড়া আহত যারা আছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা করি।’

তিনি বলেন, ‘আহতদের চিকিৎসার দায়িত্ব সরকারের। আহত এবং নিহতদের পরিবার অবশ্যই ক্ষতিপূরণ পাবেন। এর পাশাপাশি ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে বাংলাদেশের পুরো এভিয়েশন সেক্টরকে সতর্ক থাকতে হবে। দুর্ঘটনার তদন্ত চলছে, রিপোর্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।’