বাড়ির পথে আলিফুজ্জামান, পিয়াস ও নজরুলের মরদেহ




বিমানবন্দর থেকে বেরিয়ে আসছে লাশকবাহী গাড়িনেপালে বিমান দুর্ঘটনায় নিহত আলিফুজ্জামান, পিয়াস রায় ও নজরুল ইসলামের লাশ নিয়ে গেছেন তাদের স্বজনেরা। বৃহস্পতিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৫টায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিকগ বিমানবন্দর থেকে লাশ নিয়ে বাড়ির পথে রওয়ানা দিয়েছেন।

এর আগে বিকাল ৪টা ৪৯ মিনিটে আলিফুজ্জামান, পিয়াস ও নজরুলের লাশবহনকারী বিমান বিজি-৭২ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এরপর স্বজনেরা ৫টা ৩০ মিনিটে অ্যাম্বুলেন্সসহ লাশ নিয়ে বিমানবন্দর বেরিয়ে আসেন।

নিহত আলিফুজ্জামানের লাশ গ্রহণ করেছেন তার বোন খাদিজা খাতুন। পিয়াস রায়ের লাশ গ্রহণ করেছেন তার বাবা সুখেন্দু বিকাশ রায়। আর নজরুল ইসলামের লাশ গ্রহণ করেছেন তার ছোট ভাই শফিকুল ইসলাম।

স্বজনেরা জানান, আলিফুজ্জামানের লাশ খুলনায় ও নজরুল ইসলামের লাশ রাজশাহী উপশহরে সমাহিত করা হবে। আর পিয়াস রায়ের শেষকৃত্য হবে বরিশালে।

গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ আরোহী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ-মুহূর্তে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ২৬ বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হন।

নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৩ জনের মরদেহ গত সোমবার (১৯ মার্চ) নিয়ে আসা হয়েছে।

আহত ১০ বাংলাদেশির মধ্যে সাত জন ভর্তি আছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে। বাকি তিন জনের মধ্যে একজন চিকিৎসাধীন দিল্লিতে, দুজন সিঙ্গাপুরে।