বিমান দুর্ঘটনায় আহত শাহীনের অস্ত্রোপচার ও শাহরিনের ড্রেসিং সম্পন্ন

শাহরিন ও শাহীন

নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহীন ব্যাপারীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আর শাহরিন আহমেদের ড্রেসিং করা হয়েছে। আজ রবিবার (২৫ মার্চ) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের অস্ত্রোপচার ও ড্রেসিং করেন চিকিৎসকরা।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহীন ব্যাপারীর অস্ত্রোপচার করা হয়েছে। তার শরীরের ম্যাক্সিমাম চামড়া লাগানো হয়েছে। আর শাহরিন আহমেদের ড্রেসিং করা হয়েছে। সে এখন অনেক ভালো আছে।

আহত কবির হোসেনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার ব্যাপারে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রসেস চলছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে নিয়ে যাবে।’

উল্লেখ্য, ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। ওই বিমানটিতে চারজন ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৪৯ জন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমানটির ৪ জন ক্রুসহ  ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি ও চীনের একজন যাত্রী রয়েছেন। আহত ২২ জন আরোহীর মধ্যে ১০ জন বাংলাদেশি, ১১ জন নেপালি ও একজন মালদ্বীপের। গত শনিবার মোট ২৮টি মরদেহ শনাক্ত করা হয়। এর মধ্যে বাংলাদেশি ১৭ জন, নেপালি ১০ জন ও একজন চীনা নাগরিক।