রাজধানীতে অ্যাসিড সন্ত্রাসের শিকার গৃহবধূ আকলিমা

এসিড নিক্ষেপরাজধানীর হাজারীবাগ ঝাউচড় এলাকায় আকলিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূ দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছেন। আজ সোমবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে।

দগ্ধ অবস্থায় আকলিমাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া একথা জানিয়েছে।

আকলিমার স্বামী জোবায়ের হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বাসা থেকে মেয়ে আদিবাকে নিয়ে শাহজাহান মার্কেটের পাশ দিয়ে স্কুলে যাওয়ার সময় এক যুবক এসিড ছুড়ে মারে। এসময় আকলিমার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে যুবকটি পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, সুমি নামের এক দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে তাদের পূর্ব শত্রুতা আছে। সোমবার সকালে ঝাউচড় শাহজাহান মার্কেটের সামনে সুমির বাসার পাশে তার স্ত্রী অ্যাসিড সন্ত্রাসের স্বীকার হয়েছেন। ধারণা করছি, সুমি কোনও লোক দিয়ে আকলিমাকে এসিড ছুড়ে মারে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, আকলিমার ডান চোখ, গলা, ঘাড়সহ ঝলসে গেছে। তার শরীরের পাঁচ শতাংশ বার্ন হয়েছে। তাকে চক্ষু বিভাগে পাঠানো হবে।