‘রাজীবের অবস্থা সংকটাপন্ন’

লাইফ সাপোর্টে থাকা রাজীবরাজীবের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হেড ইনজুরির কারণে মঙ্গলবার ভোররাত ৪টার দিকে তার অবস্থার অবনতি হয়। তার অবনতির খবর শুনে মঙ্গলবার বিকাল ৩টার দিকে তাকে হাসপাতালে দেখতে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া ও ঢাকা মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

এছাড়া তাকে দেখতে এসেছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ এএসএম ফিরোজ।

কনক কান্তি বলেন, ‘রাজীবের মাথায় যেখানে আঘাত ছিল সেখানে ফুলে গেছে। পুনরায় রক্তক্ষরণ হয়েছে। এখন আর তার অপারেশন করার কোনও অবস্থা নেই।’

সংবাদ সম্মেলনে চিকিৎসকরা

তিনি রাজীবের পরিবারের সদস্যদের বলেন, ‘যে কোনও সময় তার খারাপ খবর আসতে পারে। আপানারা মানসিকভাবে প্রস্তুত থাকুন।’

রাজীবের খালা জাহিদুল ইসলাম ও মামা জাহিদুল ইসলাম রাজীবের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

এর আগে দুপুরে রাজীবের চিকিৎসা দলের প্রধান অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শামসুদ্দিন শাহীন বলেন, ‘রাজীবের অবস্থা রাত ৪টা থেকে খারাপ হয়ে গেছে। তার সিটি স্ক্যান রিপোর্ট খুব খারাপ দেখা গেছে। তার অবস্থা বোঝার জন্য পরিচালক স্যার কনক স্যারকে আসার জন্য অনুরোধ করেছেন।’

আরও পড়ুন:

রাজীবের অবস্থা নিয়ে চিকিৎসকরাও চিন্তিত