জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হচ্ছে সোমবার





স্বাস্থ্য মন্ত্রণালয়জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২৩ এপ্রিল)। এবারের জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’। এই কর্মসূচি আগামী রবিবার (২৯ এপ্রিল) শেষ হবে।
রবিবার (২২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান এ তথ্য জানান।
সিরাজুল হক খান বলেন, ‘সোমবার দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এবারের এই সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে পুষ্টি বিষয়ক ব্যাপক সচেতনতা সৃষ্টি।’
তিনি বলেন, ‘জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য, পুষ্টি ও সম্প্রসারণকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি প্রশাসনের সব স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদ মাধ্যমের প্রতিনিধিসহ সবার মধ্যে পুষ্টি বিষয়ে আগ্রহ-উদ্দীপনা সৃষ্টি এবং পুষ্টি উন্নয়নের গতি তরান্বিত করা। এছাড়া বিভিন্ন বয়সী মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতন করা আমাদের লক্ষ্য। এই সপ্তাহ উপলক্ষে র‌্যালি, মেলা, বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, ‘বিআইবিএইচএস-এর সম্পাদিত সর্বশেষ জরিপের ফলাফল অনুযায়ী দেশে বর্তমানে অপুষ্টির কারণে ৩৬.১ শতাংশ মানুষ খর্বাকৃতি, ১৪.৩ শতাংশ মানুষ চিকন আর ৩২.৪ শতাংশ কম ওজনের মানুষ রয়েছে।’
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খানের সভাপতিত্বে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত থাকবেন।