ঢাকা বাঁচাতে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে কঠোর হওয়ার নির্দেশ




পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনঢাকাকে বাঁচাতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সোমবার (২৩ এপ্রিল) সচিবালয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউয়ে গঠিত মন্ত্রিসভা কমিটির ১২তম মুলতবি সভায় এ নির্দেশ দেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির সভায় সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন।
সভায় মন্ত্রী বলেন, ‘একটি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শহর হিসেবে ঢাকাকে টিকিয়ে রাখতে পর্যাপ্ত উন্মুক্ত স্থান রাখতে হবে। ঢাকা মহানগরীকে বাঁচাতে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে প্রয়োজনে কঠোর হতে হবে।’
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির সদস্যরা।

মন্ত্রী বলেন, ‘ড্যাপের অন্তর্ভুক্ত অনেক স্থানে বিক্ষিপ্তভাবে শিল্প-কারখানা গড়ে উঠেছে। যেগুলো ওইস্থানে বসবাসরত মানুষ ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব শিল্প-কারখানার বিষয়ে কঠোর ভূমিকা নিতে হবে।’
ঢাকার জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যথাযথভাবে শহরের পরিবেশ টিকিয়ে না রাখলে ভবিষ্যতে বিপর্যয় ঘটতে পারে। অধিকতর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জলাশয় ও ভূমির প্রকৃতি রক্ষার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান মন্ত্রী।
পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘ভূমি জরিপ অনুসারে যে জমি যেভাবে নির্ধারিত আছে তা রক্ষা করতে হবে।’