সীমান্তে মানবাধিকার লঙ্ঘন চায় না বিজিবি-বিএসএফ

বিজিবি-বিএসএফের বৈঠকবিজিবি-বিএসএফ যৌথ বৈঠক শেষে জানিয়েছে তারা সীমান্তে কোনও মানবাধিকার লঙ্ঘন চায় না। সেই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধে উভয় দেশের সীমান্তরক্ষীরা নন-লিথ্যাল উইপন ব্যবহার করতেও সম্মত হয়েছে। বৈঠক শেষে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে পিলখানার বিজিবি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেন, ‘সীমান্তে প্রাণঘাতী কোনও অস্ত্রের ব্যবহার নয়, আমরা উভয় দেশ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছি। এ কারণে সীমান্ত হত্যা অনেকাংশে কমে এসেছে। সীমান্তে কোনও প্রকার প্রাণনাশ গ্রহণযোগ্য নয়। এ কারণে বিএসএফ নন-লিথ্যাল উইপন ব্যবহার করছে। তবে, নন-লিথ্যাল উইপন ব্যবহার করায় বিএসএফ সদস্যরা অপরাধীদের আক্রমণের শিকার হচ্ছেন।’

বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) কে কে শর্মা বলেন, ‘সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে আমরা কাজ করছি। সাধারণত মধ্যরাতে সীমান্তে ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ হয়। আমরা এগুলো নজরে আনছি। এদিকে সীমান্ত হত্যা বন্ধে নন-লিথ্যাল উইপন ব্যবহার করছি। এতে অপরাধীরা আমাদের ওপর আক্রমণ করে। তবু আমরা নন-লিথ্যাল উইপন ব্যবহার করছি। সীমান্তে মানবাধিকার লঙ্ঘন হোক, এটা আমরা চাই না।’